হাইড্রোলিক্স কাকে বলে?
প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় তরল পদার্থের স্থিতি বা গতিশীল অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাকে হাইড্রোলিক্স বলে।
প্রবাহী কী?
প্রবাহমান তরল ও বায়বীয় পদার্থকে প্রবাহী বলে।
আপেক্ষিক গুরুত্ব কাকে বলে?
কোন তরল পদার্থের আপেক্ষিক ওজন এবং পানির আপেক্ষিক ওজনের অনুপাতকে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব বলে।
কৈশিকতা কাকে বলে?
তরল পদার্থের যে গুণের জন্য সূক্ষ্ম টিউবের ভেতরের তরল উপরে ওঠে বা নিচে নামে,তাকে কৈশিকতা বলে।
পৃষ্ঠটান কাকে বলে?
মুক্ততলে তরলের যে ধর্ম প্রতিরোধ করার সামর্থ্য প্রদান করে তাকে পৃষ্ঠটান বলে।
তরলের সান্দ্রতা বলতে কি বুঝায়?
তরল প্রবাহের বাধার পরিমাণ বা হারকে সান্দ্রতা বলে।
পানিকে আদর্শ তরল বলা হয় কেন?
পানি তরল পদার্থের মধ্যে সর্বক্ষেত্রে অধিক হারে ব্যবহৃত হয়।তাই পানিকে আদর্শ তরল বলা হয়।
তাপমাত্রার সাথে তরল পদার্থের ডিসকোসিটির সম্পর্ক লেখ।
তাপমাত্রার সাথে সান্দ্রতা সম্পর্কযুক্ত। তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কমে এবং তাপমাত্রা কমলে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়।
কৈশিকতার উচ্চতা বলতে কি বুঝায়?
কৈশিকতার ক্রিয়ার ফলে সূক্ষ্ম টিউবের ভিতরে যে উচ্চতায় তরল উপরে ওঠে বা নিচে নামে তাকে কৈশিকতার উচ্চতা বলে।
পয়েজ ও স্ট্রোক কিসের একক?
পরম সান্দ্রতার একক হচ্ছে পয়েজ এবং সুজিত সান্দ্রতার একক হচ্ছে স্ট্রোক।
ঘনত্ব বলতে কি বুঝায়?
তরল পদার্থের একক আয়তনের ভর কে ঘনত্ব বলে।
ঘনত্বকে তরল পদার্থের কি বলা হয়?
ঘনত্বকে তরল পদার্থের Mass-Density/SP. Mass বলা হয়।
আপেক্ষিক ওজন কাকে বলে?
তরল পদার্থের একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে।
পানি কোন গুণের প্রভাবে অন্যের সাথে মিশে?
সংলগ্নতা গুণের জন্য পানি অন্যের সাথে মিশে।
অবতল কাকে বলে?
ক্যাপিলারি টিউবে তরলের বক্রাকার তলকে অবতল বলে।
সংশক্তি বলতে কী বোঝায়?একই পদার্থের বিভিন্ন অনুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কে সংশক্তি বলে।
সংকোচনশীলতা কাকে বলে?
চাপ বৃদ্ধির কারণে প্রবাহীর আয়তন পরিবর্তন বা কমে যাওয়াকে সংকোচনশীলতা বলে।
চাপ কাকে বলে?
কোন তলের উপর তরল,গ্যাস বা বাষ্পের প্রযুক্ত বল কে চাপ বলে।
চাপের তীব্রতা বলতে কী বোঝায়?
একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে।
প্যাসকেল সূত্রটি লেখ।
কোন আবদ্ধ স্থির তরলের যে কোন অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থেকে তরল পদার্থের মধ্য দিয়ে চারদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে।
প্রেসার হেড কাকে বলে?
কোন পাত্রে অবস্থিত তরলের মুক্ততল হতে তলা পর্যন্ত খাড়া দূরত্বকে প্রেসার হেড বলে।
হাইড্রোলিক প্রেসের মূলনীতি কি?
তরল পদার্থের চাপের উপর ভিত্তি করে পরিচালিত হওয়াই হাইড্রোলিক প্রেস বা রেম এর মূলনীতি। হাইডোলিক প্রেস এমন একটি মেশিন যার সাহায্যে অপেক্ষাকৃত অল্প বল প্রয়োগ করে অধিক পরিমাণ ওজন উত্তোলন এবং অধিক চাপে কোন বস্তুকে সংকুচিত করা যায়।